ঢাকা :–
এই বয়সেই দুটি বিয়ে করে ফেলেছেন তিনি। প্রথম স্ত্রীর মামলায় নিয়মিত আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও সম্পর্ক ভালো না। এরই মধ্যে তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সঙ্গীতাঙ্গনের ‘লেডি কিলার’খ্যাত আরফিন রুমি। সম্প্রতি এমন খবর এসেছে।
জানা গেছে, দুই স্ত্রী থাকার পরেও বর্তমানে এসএটিভির উপস্থাপিকা তামান্নার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রুমি। গত কয়েক সপ্তাহ যাবৎ ওই উঠতি উপস্থাপিকার সঙ্গে কাজের ফাঁকে ঘুরে বেডাচ্ছেন তিনি।
সম্প্রতি এসএটিভির অনুষ্ঠান শেষে মাঝরাতে তামান্নাকে লালবাগের বাসায় তাকে পৌঁছে দেয় রুমি। আর তামান্নার বন্ধু-বান্ধবীদের কাছে এ খবর এখন ওপের সিক্রেট। তিনিও সবাইকে বলে বেড়াচ্ছেন রুমি তাকে বিয়ে করবেন। অবশ্য দুই স্ত্রী থাকা স্বত্বেও রুমিকে বিয়ে করতে কোন আপত্তি নেই তামান্নার।
এখন দেখার অপেক্ষা, সত্যি সত্যিই রুমি আবার বিয়ের পিঁড়িতে বসেন কিন। যদিও এ ব্যাপারে রুমির সঙ্গে কেউ কোন কথা বললেই রুমি নির্লজ্জের মতো বলছেন, ইসলামে চার বিয়ে জায়েজ।