ঢাকা :–
২০১৪ সালের সবচেয়ে যৌন আবেদনময়ী নারীর খেতাব পেলেন স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। পুরুষদের সাময়িকী এস্কয়ার সম্প্রতি এ ঘোষণা দেয়।
৪০ বছর বয়সী ক্রুজের আগে ১০ জন নারীকে এ খেতাবে ভূষিত করেছে মার্কিন ম্যাগাজিনটি। আগে এ খেতাবজয়ীদের মধ্যে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, হ্যালি বেরি, স্কারলেট জোহানসন, রিহানা।
গত বছর এ খেতাব জেতেন অভিনেত্রী স্কারলেট জোহানসন। ২০১২ সালে এই খেতাবটি ছিল অভিনেত্রী মিলা কুনিসের দখলে আর ২০১১ সালে জিতেছিলেন সংগীতশিল্পী রিহানা।
ম্যাগাজিনটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রুজ বলেন, কৈশোর ও যৌবনে নাটকীয়তার প্রতি আকৃষ্ট হলেও এখন আর ওসব ব্যাপারে আগ্রহ বোধ করেন না তিনি। স্বামী স্প্যানিশ অভিনেতা জেভিয়ার বারডেম ও দুই ছেলে-মেয়ের ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটে রাখেন এই অভিনেত্রী।
