মো: মোশারফ হোসেন মনির,মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্টেশনে বুধবার বেলা ১১টায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের(৭০) মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ বাস স্টেশনের সুগন্ধা বাস কাউন্টারের সামনে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয় দোকানীরা তাকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হসপিটাল ও পরে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে উদ্ধারকারীরা ঘটনাটি মুরাদনগর থানা পুলিশকে অবহিত করে। মৃতের কোন পরিচয় পাওয়া যায়নি।
এব্যাপারে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল কুমার বট্ট জানান, মৃতের পরিচয় পাওয়া গেলে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। যদি পরিচয় না পাওয়া যায় তাহলে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল ও বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের জন্য আনজুমান মফিদুল ইসলাম কুমিল্লায় প্রেরণ করা হবে।