কুবি প্রতিনিধি:–
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৫ অক্টোবরের পরিবর্তে আবেদন করা যাবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া পূর্ব নির্ধারিত ভর্তি পরীক্ষার তারিখ ১২ ও ১৩ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ও ১৮ ডিসেম্বর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার বিকেল ৫টায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ অক্টোবর তারিখ পর্যন্ত দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনও ভর্তির আবেদন করা যাবে।