আলমগীর হোসেন,দাউদকান্দি :–
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের পাঠানতলী গ্রামে একটি গোডাউনে এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দোকান মালিক মিজানুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩ কর্মচারী আহত হয়। এরা হলো রুবেল (২৫), বাবুল (২২) ও কাউছার (১৮)। আহতের উদ্ধার করে দ্রুত গৌরীপুর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ব্যাপারে পুলিশ অবগত রয়েছে।