চান্দিনা প্রতিনিধি :–
কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের জোয়াগ আহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী (৮ম শ্রেণি সমাপনী) মেধাবী ছাত্র মো. ইসমাইল হোসেন (১৪) এর লাশ লক্ষ্মীপুর পূর্ব পাড়ার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। সে লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেন এর একমাত্র ছেলে। পরিবারের ৩ বোন, ১ ভাই এর মধ্যে সে সবার ছোট।
সোমবার সকালে স্থানীয়রা ধানি জমিতে কাজ করতে গিয়ে তার লাশ দেখতে পায়।
পারিবারিক সূত্রে জানাযায়, গত শনিবার রাতে মো. ইসমাইল হোসেন লক্ষ্মীপুর গ্রামের একটি চা দোকানের টেলিভিশনে বন্ধুদের সাথে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ফুটবল খেলা দেখেন। তারপর সে আর বাড়ি ফিরে নি।
স্থানীয়রা জানায়, মো. ইসমাইল হোসেন একটি দামি মোবাইল ব্যবহার করতো। ওই মোবাইলের জন্য তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। তার দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে তারা জানান।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ গোলাম মোর্সেদ জানান, লাশের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।