সাধন সাহা জয়: নবীনগর :–
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গণহত্যা দিবস সোমবার বিকালে খাড়গর স্মৃতি সৌধের সামনে অনুষ্ঠিত হয়।
গণহত্যা দিবস উপলক্ষ্যে স্থানীয় লোকজন গণ কবরে পুস্পস্তবক অর্পণ ও আলোচনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন যুদ্বকালীন সময়ে নবীনগরের কমান্ডার ও সাবেক সংসদ সদস্য শাহ জিকরূল আহমেদ খোকন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি)এসিল্যান্ড আবুল কালাম, মমিনুল হক মমিন ।
এই সময় আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি থাকা সত্বেও গণকরবে স্মৃতি সৌধ নির্মান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, একাত্তরের এই দিনে বর্বর পাকবাহিনী জাহাজে করে এসে খারঘর আক্রমন করে নির্বিচারে গুলি করে ৫৩ জন নারী-পুরুষ-শিশুকে হত্যা করে। তাঁদের নির্মমতার শিকার হয়ে আহত হন ১শ ২৭ জন। নিহত ৫৩ জনের মধ্যে ৪৩ জনকে গণকবর দেয়া হয় খারঘর গণকবরে।