মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের সোমবার ভোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫টি পাইকারী মুদি মালের দোকান সহ ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ভস্মিভুত সিয়াম ষ্টোরের মালিক আলী আকবর জানায়,ব্যাংক লোন সহ বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। স্থানীয়রা জানায়, গতকাল সোমবার ভোরে কোম্পানীগঞ্জ বাজারের একটি মুদি দোকানের বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে সিয়াম ষ্টোর, মোস্তফা ষ্টোর সহ ৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। গতকালের ওই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছে।