বাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলস্টেশনের কাছে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের পেছন দিকের দুটি বগির ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এছাড়া এ দুর্ঘটনার কারণে ঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি পাঘাচং স্টেশনে এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন ভৈরব রেলওয়ে জংশনে আটকা পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাইনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আখাউড়া থেকে মেরামতকারী একটি দল ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।