মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
চাদাঁ না দেয়ায় উপজেলার মেটংঘর বাজারের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার হোসনাবাদ গ্রামের বাসিন্দা ও মেটংঘর বাজারের রড, সিমেন্ট ও সারের ডিলার ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে সন্ত্রাসীরা। ওই ব্যবসায়ী চাঁদা না দেয়ায় শনিবার সকালে বাড়ি থেকে ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আমজাদ হোসেন, মতিন, মুকতুল, মিজান, কাজল, মামুন, ফরিদ, এমরান সহ একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে শনিবার রাতে মুরাদনগর থানায় আলমগীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ হোসনাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে এমরান মিয়াকে আটক করেছে।