আলমগীর হোসেন,দাউদকান্দি॥
দাউদকান্দি উপজেলার জিংলাতলী থেকে মাদক সম্রাট রিয়াদ ও মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় জিংলাতলী ইউনিয়ন পরিষদ দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জিংলাতলী গ্রামের বারেক মিয়ার ছেলে রিয়াদ(২৬) ও মৃত লাল মিয়া ছেলে মোশারাফ ওরোফে মোশ া(৩৫) দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা। তাদের মাদক ব্যবসার প্রতিবাদ করায় ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহির রায়হানকে শুক্রবার সকালে অর্তকিত হামলায় করে তাকে মারাত্মক ভাবে আহত করে। স্থানীয় জনগণ তাকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, রিয়াদ ও মোশা তাদের মাদক ব্যবসার প্রতিবাদ করায় নিরীহ শাহজালালকেও গত ২৭ সেপ্টেম্বার রাতে পিটিয়ে মারত্মাকভাবে আহত করে। মাদকব্যবসায়ীদের নির্যাতনে শিকার শাহজালাল বাদী হয়েও একটি অভিযোগ করে। অবৈধভাবে মাছের ঘেরে জমির মালিক নিরীহ ইয়াকুব আলী বাধাঁ দিলে তাকেও পিটিয়ে আহত করে। এব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, বিভিন্ন অভিযোগ ও মাদকের সাথে জড়িত থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।