সাধন সাহা জয়, নবীনগর :–
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে ফ্রেন্ডস ওয়েলফেয়ারের উদ্যোগে বুধবার বিকালে গণিশাহ মাজার প্রাঙ্গনে কৃতি ছাএছাএীদের বৃত্তী এবং গুনিজন মমমানানা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আহসান উল্লাহর পরিচালনায় হেলাল উদ্দিন ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানপাওয়ারের সাবেক ডিজি মাহাবুবুর রহমান, বক্তব্যরাখেন অধ্যাপক মো:বশিরুজ্জামান, আশিকুল আলম চৌধুরী, নুশরাত নওরিন, মাইনউদ্দিন আহম্মেদ, ফয়েজউল্লাহ ফয়েজ, হেলাল উদ্দিন, লুৎফর রহমান লাল মিয়া, সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ গোলাম মাওলা খান, মাওলানা তাজুল ইসলাম, এড. জামালউদ্দিন প্রমুখ।