সাধন সাহা জয়: নবীনগর :–
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের বেকারী ব্যবসায়ী হানিফ মিয়া পরিবারে ১০ জন লোক নিয়ে ঈদের আগের দিন রবিবার (৫/১০)ভোরে ঢাকার দক্ষিণ পাইকপাড়া থেকে মাইক্রোবাস যোগে টিয়ারা গ্রামের বাড়িতে আসছিলেন।
চালকের গাফলাতির কারণে উজানিশাহ নামক স্থানে আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই একই পরিবারে ৩ জন মারা যায়।
নিহতরা হচ্ছে টিয়ারা গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রুবিনা (২৫),তার দুই যমজ সন্তান ও ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের ছাএ সৌরভ(৮) ও নিরব (৮)।
ঘটনায় আহত হয়েছেন, হানিফ মিয়া (৩৫),তার শিশু পুএ রাহাত(২) ও তার ছোট বোন সূর্য বেগম(৩০) গাড়ির চালক সহ চরিলাম গ্রামের আরো ৩ জন।
এ ঘটনার পর বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সরজমিনে গিয়ে বুধবার সকালে হানিফ মিয়ার সাথে কথা বললে তিনি জানান, মাইক্রোবাস চালক ভোরে চোখে ঘুম নিয়ে গাড়ী চালানোর কারনে এ দূর্ঘটনা ঘটে।