মোঃ হাবিবুর রহমান, মুরাদনগর :–
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বুধবার দুপুরে আকস্মীক কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা পরিদর্শন করেন। সফর সঙ্গী ছিলেন তাঁর সহধর্মিনী ড. শাহিদা রফিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এতিমখানার তত্বাবধায়ক কাজী মোহাম্মদ লোকমান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার পিংকু, সদস্য হারুনুর রশীদ নাজু, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, যুবদল নেতা ছেনু মিয়া, ইউপি সদস্য মুজিবুর রহমান, মাওলানা আমীর হোসেন, হাফেজ বাশারত ভুইয়া ও মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।