মো: মোশারফ হোসেন মনির,মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটেংঘর ইউনিয়নের ঘোড়াশাল বেইলি ব্রিজের উপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কাদের (৪০) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ কনস্টেবল। তারা হলেন আলমগীর হোসেন ও শরীফুল ইসলাম।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ দুঘর্টনা ঘটে।
নিহত এসআই আব্দুল কাদের মুরাদনগরের শিদ্বীরগঞ্জ পুলিশ ক্যাম্প এর ইনচার্জ ছিলেন। তার বাড়ী চাদপুর সদরে। রির্পোট লেখা পর্যন্ত নিহতের লাশ কুমিল্লা পুলিশ লাইনে প্রেরন করা হয়েছে। আহত দুই কনস্টেবলকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, দুই কনস্টেবলসহ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের মোটরসাইকেলে চড়ে পূজামন্ডপগুলো পরিদর্শন করছিলেন। কুমিল্লা পুলিশ লাইনে বাদ জুম্মা নিহতের জানাযা শেষে সরকারী নিয়ম অনুযায়ী তার স্বজনদের কাছে প্রেরন করা হবে।