আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ভলাকুট ইউপি চেয়ারম্যান এস এম বাকিবিল্লাহ জুয়েলের মাতা এবং প্রয়াত ইউপি চেয়ারম্যান ফেরদৌস ওয়াহীদ (ধনু মিয়া মাষ্টার) এর স্ত্রী মিসেস হেনা বেগম (৫৫) আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নিজবাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । বিকেল সাড়ে ৫টায় স্থানীয় ঈদগাহে নামাজে জানাযা শেষে তাকে স্বামীর কবরের পাশে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন পীর হাবিবুর রহমান ইছাপুরী। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
উল্লেখ্য ২০০২ সালের ১৫ মার্চ রাতের আধারে নিজঘরে সন্ত্রাসীদের হামলায় ধনু মিয়া নিহত হওয়ার পর উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন হেনা বেগম।