আলমগীর হোসেন,দাউদকান্দি :–
আজ বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতু এলাকা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। মাত্রাতিরিক্ত যানবাহনের চাপের কারনে অত্যান্ত ধীর গতিতে চলছে এসব পণ্য ও যাত্রীবাহী গাড়ি। মহাসড়কের দাউদকান্দি থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের গৌরীপুর পেন্নাই, আমিরাবাদ, হরিপুর, জিংলাতলী, রায়পুর, ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, মাধাইয়া, চান্দিনা বাসষ্ট্যান্ড, নিমসায় এলাকায় যানজট তীব্্র আকার ধারন করে। বিশেষ করে পণ্যবাহী যানবাহনের সংখ্যা ছিল মাত্রাতিরিক্ত। অতিরিক্ত গাড়ির চাপের কারনে ১ ঘন্টার পথ যেতে সময় লেগেছে ৩/৪ ঘন্টারও বেশী। যানজটে আটকা পড়ে ঘরমূখো মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ। বিশেষ করে যানজটে আটকা পড়ে ট্্রাক বোঝাই কোরবানীর পশু নিয়ে চরম ভোগান্তীর শিকার হয় ব্যবসায়ীরা। যানজটের কারনে যাত্রীরা সঠিক সময়ে পৌছতে পারেনি তাদের গন্তব্যস্থানে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপও বৃদ্ধি পেতে থাকে। তবে মহাসড়ক জুরে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। যানজট নিরশনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আ-প্রাণ চেষ্ঠা চালাতে দেখা যায়।