এবিএম আতিকুর রহমান বাশার :–
দেবিদ্বারে কৃষি পণ্য, মৎস ও প্রাণী সম্পদ উৎপাদন এবং বাজারজাত করণ বিষয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে বেসরকারী সংগঠন ‘দিশা’র উদ্যোগে স্থানীয় একটি হোটেলে (‘কয়লা রেস্তোরায়’) ওই আয়োজন করা হয়।
কর্মশালায় কৃষিপণ্য, মৎস উৎপাদনে এবং হাঁস-মুরগী ও পশু পালনে নানা রোগ-বালাই থেকে রক্ষা, উন্নত ও বেশী উৎপাদন এবং বাজারজাত করনে সংশ্লিষ্ট কৃষি ও পশুপালন বিভাগের কর্মকর্তাদের পরামর্শ নেয়ার আহবান জানান। পরিমিত ও নির্ভেজাল ঔষধ ব্যবহারে কৃষকদের সচেতন করে তোলার উপরও গুরুত্বারোপ করা হয়।
মোঃ মজিবুর রহমান মজিব’র সভাপতিত্বে উক্ত কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পশু সম্পদ পালন বিভাগ’র ভেটেনারী সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, সাংবাদিক একেএম মিজানুর রহমান কাউছার, মৎস বিভাগ’র মাঠ কর্মী মোঃ রফিক উদ্দিন, দিশারী’র আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আনিছুর রহমান, মোঃ শাহজালাল খান, মোঃ জালাল আহমেদ প্রমূখ।