আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমার নাসিরনগর ৩৪৬ ব্লকের উদ্যোগে নাসিরনগর বিকেন্দ্রীকরন জেলা কার্যালয়ে নমিনী সুকুমার দাসের হাতে ১৩ হাজার ৬০২ টাকার মুত্যুর দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে গ্রাহক মরহুমা সুরবালা দাসের মনোনীত ফান্দাউক গ্রামের স্বামী সুকুমার দাসের কাছে চেক হস্তান্তর করেন নাসিরনগর বিকেন্দ্রীকরণ জেলার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন। এ সময় ব্রাঞ্চ কো-অর্ডিনেটর আকতার হোসেন ভুইয়া, ব্রাঞ্চ ম্যানেজার পল্লব চক্রবর্তী, সুপারভাইজার স্বর্ণা রানীসহ অফিসের কর্মকর্তা ,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ।