চট্টগ্রাম :–
বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ সমুদ্র মহড়া এক্সারসাইজ কো-অপারেশন এ্যাফ্লোট রেডিনেস্ এন্ড ট্রেনিং (কারাত)-২০১৪ মঙ্গলবার (৩০-০৯-২০১৪) চট্টগ্রাম নৌ অঞ্চলে সফলভাবে সমাপ্ত হয়েছে।
এ উপলক্ষ্যে স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি) তে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আত্তরঙ্গজেব চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের সকল এরিয়া কমান্ডারগণ, এএফডি ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যৌথ এ সমুদ্র মহড়ার সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন কমডোর কমান্ডিং বিএন ফ্লোটিলা কমডোর এম খালেদ ইকবাল, এনডিসি, পিএসসি।
ছয়দিনব্যাপী অনুষ্ঠিত যৌথ এ সমুদ্র মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্রজয়, বঙ্গবন্ধু, দুর্জয়, সৈকত, নেভাল স্পেশাল ওয়্যারফেয়ার ফোর্স সোয়াডস, বিএন হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট ডর্নিয়ার-২২৮ সহ নৌসদস্যগণ অংশগ্রহণ করেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএনএস সেফগার্ড, পি-৮ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, মোবাইল ডাইভিং এন্ড স্যালভেজ ইউনিট ১, মেডিকেল টিমএবং বিশেষায়িত ইউনিটসমূহ এ মহড়ায় অংশগ্রহণ করে। মহড়ার অংশ হিসেবে চট্টগ্রামে অবস্থিত নৌ ও বিমান ঘাঁটিতে বিভিন্ন যুদ্ধ কৌশল এবং চিকিৎসা সেবার বিষয়ে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়া মহড়া চলাকালীন সময়ে সামরিক বাহিনীর সদস্য, তাদের পরিবারবর্গ এবং বিএন স্কুলের শিক্ষার্থীদের জন্য পি-৮ এমপিএ এর উপর ষ্টাটিক ডিসপ্লের আয়োজন করে যুক্তরাষ্ট্র নৌবাহিনী। পাশাপাশি তারা বিএন আশার আলো স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কমিউনিটি সেবার ব্যবস্থা করে।