বিজিবি ১০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের আওতাধীন বৌয়ারা বাজার ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুরুজ আলী’র নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা তৎপরতায় বিজিবি টহল দল কর্তৃক গত সেপ্টেম্বর মাসে অভিযান চালিয়ে জিরা, দুধ, কিছমিছ, আতশবাজি, মটর সাইকেল, সিএনজি, শাড়ী-কাপড়, আলু ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ ৪ জন আসামীকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ লক্ষ টাকা। এলাকাবাসীরা জানান, নায়েব সুবেদার সুরুজ আলী ও এফ এস সদস্য হাবিলদার রেজাউল করীম আসার পর থেকে এলাকা প্রায়ই মাদক মুক্ত ও আইন শৃৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং চোরাকারবারিরা আতংকে রয়েছে।
তারা মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এবং সীমান্ত এলাকার সকলের সহযোগীতা কামনা করেন।
—প্রেস বিজ্ঞপ্তি