চান্দিনা প্রতিনিধি:–
চান্দিনায় যৌতুকের দাবীতে জেসমিন বেগম (৩০) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করে চুল কেটে দিয়েছে তার পাষন্ড স্বামী ফজলু মিয়া। গত ২৭ সেপ্টেম্বর সকালে উপজেলার পাঁচধারা গ্রামে এ ঘটনা ঘটে। জেসমিন বেগম জেলার চান্দিনা উপজেলার জোরপুকুরিয়া গ্রামের আব্দুল আজিজ এর মেয়ে। এ ঘটনায় জেসমিন বেগম বাদী হয়ে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিত্বে জানাযায়, ফজলু মিয়া প্রায় ২০ বছর পূর্বে জেসমিন বেগমকে বিয়ে করার পর প্রায়ই যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করিয়া আসিতেছে। গত ২৭ সেপ্টেম্বর সকালে যৌতুকের দাবীতে পাষন্ড স্বামী ফজলু মিয়া তাকে মারধর করে মাথার চুল কেটে দেয়।
এ ব্যাপারে জেসমিন বেগম জানান, ঘটনার দিন সকালে আমাকে একাকি পেয়ে স্বামী ফজলু মিয়া তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যোগ সাজস্বে আমার উপর শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে কেচি দিয়ে আমার মাথার চুলে কেটে দেয়।