কুমিল্লা প্রতিনিধি :–
মঙ্গলবার মুরাদনগর প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। রেজি নং ৩৯৯/০৮ প্রেস ক্লাবের এক সাধারন সভায় ২৮ সদস্যের উপস্থিতিতে পুরাতন কমিটি ভেঁঙ্গে দিয়ে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষনা করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল হক ও এ,এম,এম মজিবুর রহমান সহ মুরাদনগরে কর্মরত সকল সাংবাদিক বৃন্দ। নব গঠিত ওই কমিটিতে যুগান্তরের কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়েরকে সভাপতি, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর(আমাদের সময়) ও মিজানুর রহমান(বাংলাদেশ সময়) সাধারন সম্পাদক প্রভাষক আজিজুর রহমান রনি(কালের কন্ঠ) যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন(বাংলা ভিশন) সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মনির(ইত্তেফাক) সাহিত্য, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক তৌহিদুর রহমান(মোহনা টিভি) অর্থ সম্পাদক সুমন আহাম্মেদ(দেশেরপত্র),নির্বাহী সদস্য বেলাল উদ্দিন আহাম্মদ(সমকাল)দুলাল দেবনাথ(সন্ধ্যাবানী), আবুল মনসুর আহাম্মদ(বাংলার দূত)পদে দায়িত্ব দিয়ে মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
