মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
বিদ্যুৎ সাপ্তাহ উপলক্ষ্যে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তায় গ্রাহকের ভূমিকা বিষয়ে রবিবার সকাল ১০ টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্দেগ্যে ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কোম্পনীগঞ্জ জোনাল অফিসের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনছুর উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো: জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, পরিসংখ্যান কর্মকর্তা মো: নূরুল ইসলাম, উপ: সহ: কৃষি অফিসার মো: সুফি আহম্মেদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কোম্পনীগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (পওর) মো: সামছুল হক প্রমুখ।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধে প্রথম স্থান অর্জন করেন মুরাদনগর ডি,আর সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তারেশ মাহদী সিফাত, দ্বিতীয় স্থান অর্জন করেন মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারজানা রহমান মোনা, তৃতীয় স্থান অর্জন করেন রামচন্দ্রপুর রমা কান্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজ আহম্মেদ।