মো. জাকির হোসেন :–
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে সোমবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নিমসার কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ ইকবাল হোসেন রিপন ও সাধারণ সম্পাদক মোঃ জামির হোসেনের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় এসে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইউনুস, সহ-সভাপতি মোঃ মামুন মিয়া, ছাত্রদল নেতা মোঃ রকিব উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, নাইমূল ইসলাম, মাসুদ রানা, জয়েল রানা, কবির হোসেন, মোঃ রাসেল মিয়া, মোঃ রাজিব, রাকিব হোসেন, মোঃ নোমান, তরিকুল ইসলাম, মামুনুর রশিদ প্রমূখ।