ওমর ফারুক তাপস, কুমিল্লা ;–
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশ এখন অনেক সম্ভাবনার দেশ। বিদ্যুত, গ্যাস, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য খাতে চ্যালেঞ্জ মোকাবেলা করে মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেকে গড়তে কাজ করে যাচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে এ বাংলাদেশ শুধু মধ্যম আয়ের দেশই নয় গোটা বিশ্বর অন্যতম অর্থনৈতিক টাইগার হিসেবে যেগে উঠবে। তিনি বলেন রয়েল বেঙ্গল টাইগারের মত বাংলাদেশ একদিন বিশ্ব অর্থনীতিতে গর্জন তুলবে। তিনি কুমিল্লা ভ্রমণের মধ্য দিয়ে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করে শনিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা ব্যক্ত করেন। এর আগে তিনি কুমিল্লার বিজয়পুর মৃৎ শিল্প কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে দূতাবাসের কর্মকর্তা ও কুমিল্লা প্রশাসনের কমৃকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়পুর রুদ্রপাল মৃৎ শিল্প সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তাদের মধ্যে ফুলদিয়ে ডেন মজিনাকে শুভেচ্ছা জানান,সভাপতি প্রফুল্ল চন্দ্রপাল,জেনারেল ম্যানেজার শংকর চন্দ্র পাল। মান পত্র প্রদান করেন অতিরিক্ত নিবন্ধক অধ্যক্ষ ইকবাল হোসেন মোঃ জাহাঙ্গীর হোসেন ভুইয়া যুগ্ন নিবন্ধক চট্টগ্রাম বিভাগ, জেলা সমবায় অফিসার রিয়াজুল কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।