মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ইউছুফনগর গ্রামে শুক্রবার সন্ধ্যায় সাকো থেকে পড়ে পানিতে ডুবে দু’বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার ইউছুফনগর গ্রামে শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের সাকো পাড় হতে গিয়ে ইউছুফনগর গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার দু’মেয়ে ফারহানা নাজনীন তন্নী (১০) ও ফাহমিদার (৮ মাস) মৃত্যু হয়। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।
মুরাদনগর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।