মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের কমলপুর গ্রামে শুক্রবার ভোরে আকস্মিক টর্নেডোর আঘাতে ১৩টি বসতঘর বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কমলপুর গ্রামে শুক্রবার ভোরে মেঘাচ্ছন্ন আকাশ থেকে ধেয়ে আশা আকস্মিক ঝড়ে কমল গ্রামের সবকিছু লন্ডভন্ড করে দেয়। টর্নেডোর তান্ডবে কমলপুর গ্রামের আলা আমিন, শফিক, হানিফ, খায়ের, রশীদ, মজিবুররহমান ও বাচ্চু মিয়ার বসতঘরসহ মোট ১৩টি বসতঘর সম্পূর্ন বিধ্বস্ত হয়ে প্রায় বিষ লক্ষ টার খতি হয়েছে।