আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক-১ দেওয়ান জানে আলম রাসেল উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে আজ শুক্রবার গৌরীপুর আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ হেলাল মাহমুদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন সরকার। তিনি জানান, থানায় মামলা নেওয়ার পরও পুলিশ প্রশাসন আমির হোসেন রাজনসহ তার সন্ত্রাসী বাহিনীকে এখনো গ্রেফতার করেনি। পুলিশ প্রশাসন আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে ব্যর্থ হলে । শনিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, রবিবার উপজেলা প্রশাসন ও থানা ঘেরা এবং আগামী সোমবার দাউদকান্দিতে আধা বেলা হরতাল ঘোষনা করেন। এরপরও কোন ব্যবস্থা গ্রহন করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনের একটি অনুষ্ঠানে যোগদান শেষে ছাত্রলীগ নেতা দেওয়ান জানে আলম রাসেল বাড়ি ফেরার পথে তার গাড়িটি গৌরীপুর বাসষ্ট্যান্ডে এসে পৌছলে আমির হোসেন রাজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্ব-অস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ নেতা দেওয়ান জানে আলম রাসেল ও রুবেল গুরুতর আহত হয়। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।