আলমগীর হোসেন,দাউদকান্দি :–
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, আওয়ামীলীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। কারো হুমকিতে আওয়ামীলীগ ভীত নয়। ৫ বছর আন্দোলন খেলা হয়েছে, অনেক নাশকতা, মানুষ হত্যা ও দেশের সম্পদ নষ্ট করেছে ২০ দল। এখন তারা জনবিচ্ছিন্ন। তিনি বলেন, তৃণমূলের হাত ধরে আওয়ামীলীগের জন্ম তাই কোন ষড়যন্ত্র করে সফল হবে না। সকল ষড়যন্ত্রের জবাব আমরা উন্নয়নের মাধ্যমে দিব। তিনি বুধবার হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন-২০১৪ইং এ প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ জামিল বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম সরকার, সাধারণ সম্পাদক এ্যাড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, বশিরুল আলম মিয়াজী, এস এম কেরামত আলী, ইঞ্জিঃ মহিউদ্দিন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দেওয়ান জানে আলম রাসেল, আমির হোসেন রাজন। এছাড়া জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
