আলমগীর হোসেন,দাউদকান্দি॥
দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক-২ আমির হোসেন রাজনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় তাকে প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারন সম্পাদক সারওয়ার হোসেন বাবুর স্বাক্ষরিত এক প্্েরস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সারওয়ার হোসেন বাবু বলেন, দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও বিভিন্ন অনিয়মের কারনে ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক আমির হোসেন রাজনকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য গত বুধবার হাসানপুর কলেজে ছাত্রলীগের একটি অনুষ্ঠানে যোগদান শেষে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক-১ দেওয়ান জানে আলম রাসেল বাড়ি ফিরছিল। ফেরার পথে গৌরীপুর বাসষ্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক-২ আমির হোসেন রাজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্ব-সস্ত হামলা চালিয়ে দেওয়ান জানে আলম রাসেলকে গুরুতর আহত করে। এ ঘটনার পরিপ্্েরক্ষিতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের এক জরুরী সভায় থেকে আমির হোসেন রাজনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।