নাজমুল করিম ফারুক,তিতাস প্রতিনিধি :–
কুমিল্লার তিতাস ও দাউদকান্দিতে ইয়াবা ফেনসিডিল ও গাঁজাসহ এক পুরুষ ও এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দাউদকান্দির বিটেশ্বর ও তিতাসের বাতাকান্দি বাস ষ্টেশনে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে দাউদকান্দি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিটেশ্বর গ্রামের একটি পুকুর পাড় থেকে ৩৫ পিছ ইয়াবা, ২১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৫ কেজী গাঁজাসহ একই উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের মঙ্গল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৫) এবং বৃস্পতিবার দুপুরে তিতাস থানা পুলিশ গৌরীপুর-হোমনা সড়কের বাতাকান্দি বাস স্টেশনে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ দাউদকান্দির পেন্নাই গ্রামের মৃত আঃ রহমানের পুত্র কবির মিয়া (৫৫) কে গ্রেফতার করে। এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।