ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) এর সেবা কার্যক্রমের অধিনে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল বিনা মূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছে। সোমবার দিনভর নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদ ভবনের হল রুমে এ সেবা দেয়া হয়। একদিনে ১৫০ জন চক্ষু রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এদরে মধ্যে অপারেশন যোগ্য ২৪জন রোগীকে ছানী অপারেশন করানো হয় পশ্ববর্তী চৌদ্দগ্রামের পন্নারা ভার্ড কামাল চক্ষু হাসপাতালে। এ ২৪ জন রোগীর যাওয়া-আসা, থাকা-খাওয়া, ঔষধ, চশমা এবং অপারেশন সমপূর্ণ ফ্রি করা হয়। বিনা মূল্যে এ সেবা পেয়ে আনন্দিত এলাকার গরীব অসহায় রোগীরা। সোমবার সকালে ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদ উল্লাহ মিয়াজী। চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেহিদী হাসান। সর্বিক তত্ত্বাবধান করেন ভার্ডের পিও আতাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক সাংবাদিক কেফায়েত উল্লাহ, পেরিয়া ইউপি সচিব কবির আহম্মদ, প্যানেল চেয়ারম্যান শহিদ উল্যাহ প্রমূখ।——প্রেস বিজ্ঞপ্তি
