মো.জাকির হোসেন :–
সোমবার সকাল সন্ধ্যা হরতালে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিএনপি ও ২০ দলীয় জোটের কোন নেতৃবৃন্দদের মাঠে দেখা মেলেনি। যার ফলে উপজেলার অফিস আদালতের কার্যক্রম ও বিভিন্ন সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে গতকাল সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গত ১৫ মার্চ উপজেলা নির্বাচনের পর কেন্দ্র ঘোষিত বড় কোন আন্দোলন না থাকায় এক প্রকার ঝিমিয়ে পড়েছে বুড়িচং উপজেলা বিএনপি। তবে গতকালের হরতালকে ঘিরে নেতাকর্মীদের আবারো উজ্জবিত মনে হচ্ছিল। কিন্তু বুড়িচং উপজেলার বিএনপির নেতৃবৃন্দের কোন দিক নির্দেশনা না থাকায় উপজেলার ৯ ইউনিয়নের কোথাও কোন হরতাল পালনের খবর পাওয়া যায়নি। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের অংশ, কুমিল্লা-বুড়িচং-মিরপুর সড়ক ও কুমিল্লা-বাগড়া সড়কের যান চলাচল ছিল স্বাভাবিক। ওই সড়কে সিএনজি, পিক-আপ, ট্রাক, মিনি বাস, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহান চলাচল করতে দেখা গেছে। উপজেলার ব্যাংক, বীমা, স্কুল-কলেজসহ অফিস-আদালতের কার্যক্রম ছিল প্রতিদিনের মত। কোথাও কোন প্রিতিকর ও অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে বিএনপি জোটের নেতা কর্মীরা মাঠে না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল কঠোর। উপজেলা সদরের বসুন্ধরা মোড়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর-ডাকলাপাড়া, কালাকচুয়া, কাবিলা, নিমসার, কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে অতিরিক্ত পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। হরতালে মাঠে না থাকার বিষয়ে বুড়িচং উপজেলার বিএনপির একাধিক নেতৃন্দের সাথে আলাপ কালে জানায়, দীর্ঘ দিন পর হঠাৎ কর্মসূচী ও দিনভর বৃষ্ঠির কারণে নেতৃবৃন্দ মিছিল কিংবা পিকেটিং করতে পারে নি।