তিতাসে নতুন দিনের অ্যাডভোকেসি সভা

নাজমুল করিম ফারুক,তিতাস প্রতিনিধি :–

কুমিল্লার তিতাসে ব্র্যাকের উদ্যোগে নতুন দিন উপজেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী, উপজেলা সাব রেজিষ্ট্রার ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেব প্রসাদ ভট্টার্যাচ্য, মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির তিতাসের ব্যবস্থাপক আঃ রহমান শিকদার, মুরাদনগরের ব্যবস্থাপক মোঃ নূর নবী, হোমনার ব্যবস্থাপক সাহিনুল ইসলাম প্রমূখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সংগঠক মুনজুর রহমান, প্রশান্ত মল্লিক ও মহিদুল ইসলাম প্রমূখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply