মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগরে সোমবার সকালে হরতাল বিরোধী মিছিল করে উপজেলা ছাত্রলীগ। উপজেলা মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ করে।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক খাইরুল আলম সাধন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: রুহুল আমীন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ নাহিদ প্রমুখ।