আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
নাসিরনগর উপজেলার যুবক কুলিয়ার চরে যাওয়ার পথে প্রায় ১০ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। নিখোঁজের পিতা এ ব্যাপারে নাসিরনগর থানায় সাধারণ ডায়েরী করেছে।
উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলকারকান্দি গ্রামের দরিদ্র অন্তর আলীর ছেলে মোঃ সারাজ মিয়া(২০) কুলিয়ার চরের জনৈক মাসুদ মিয়ার পোল্ট্রির দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল। গত ১১ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে কুলিয়ারচরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাড়ি থেকে যাওয়ার প্রায় ১০ দিন ধরে নিখোজঁ রয়েছে। সেই থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাকে অনেক খোঁজাখুজির করে তার কোন সন্ধ্যান না পেয়ে পিতা অন্তর আলী নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি করেছে (জিডি নং-৫৮৯ তারিখ- ১৭-০৯-২০১৪)।