লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:–
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বিরুদ্ধেআমৃত্যু কারাদন্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা রোববার হরতাল চলাকালে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওইিিদন বেশ কিছু স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় জামায়াত ও শিবির কর্মীদের।
হরতাল চলাকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম জংশন, বাইপাস, ছিলইন এলাকায় পিকেটিং করে জামাত শিবির কর্মীরা। হরতাল চলাকালে স্কুল কলেজ মাদ্্রাসা ব্যাংক বীমা অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম। বেশকিছু রিক্সা-সিএনজি চললেও লাকসাম দূর পাল্লার বাস কিংবা ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সকালে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল ও শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থনকারীরা। শহরের প্রধান প্রধান স্পটে সতর্ক উপস্থিতি ও তৎপরতা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর।