আলমগীর হোসেন,দাউদকান্দি॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিজ্যিক প্রাণ কেন্দ্র গৌরীপুর বাজারে শিল্প পন্য বস্ত্র মেলা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, ঢাকা-হোমনা সড়ক অবরোধ ও গৌরীপুর পুলিশ ফাঁড়ি ঘেড়াও করেছে গৌরীপুর বাজার ব্যবসায়ীবৃন্দ। আজ বুধবার সন্ধ্যায় গৌরীপুর বাজারের সকল ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে ঢাকা-হোমনা সড়ক অবরোধ করে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ব্যবসায়ীরা গৌরীপুর পুলিশ ফাঁড়ি ঘেড়াও করে মেলা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং আগামী দুই দিনের মধ্যে মেলা বন্ধের আল্টিমেটাম দেন। পরে ব্যবসায়ীরা পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-হোমনা সড়কের উপর প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, অবিলম্ভে গৌরীপুর বাজারে প্রতারনা মূলক শিল্প পন্য বস্ত্র মেলা বন্ধ করতে হবে। তানাহলে ব্যবসায়ীবৃন্দরা কঠোর কর্মসূচী গ্রহন করবে। এ ব্যাপারে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানালে এ বিযয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হবে। উল্লেখ্য গত ৩০ আগষ্ট এ মেলার উদ্ধোধন করা হয়। মেলার উদ্ধোধনের পর থেকে গৌরীপুর বাজার ব্যবসায়ীরা তা বন্ধের প্রতিবাদ জানিয়ে আসছিল।