মো. জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকা থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩শ’ ৪৫ পিচ ইয়াবাসহ জাহের নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এঘটনায় ডিবি পুলিশ বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ ৪৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত যুবকের নাম মোঃ জাহের (১৮), সে জেলার চান্দিনা উপজেলার পিহর গোবিন্দপুর গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে। গত মঙ্গলবার রাতে কুমিল্লা ডিবি পুলিশের এস আই নূরে আলম বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে ধৃত আসামীকে আদালতে প্রেরণ করেছে।