স্টাফ রিপোর্টারঃ–
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে উধাও হওয়া ট্রাক ভর্তি ৫ লাখ টাকার মাছ ও মুরগীর খাদ্য কুমিল্লায় উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় সালাউদ্দিন, সাইফুল ইসলাম ও বাবুল নামের ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, গত রবিবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার আমান ফিড কোম্পানীর ট্রাকভর্তি মাছ ও মুরগীর খাদ্য চালকের যোগসাজশে চুরি হয়ে যায়। এ ঘটনায় ওইদিন আমান ফিড কর্তৃপক্ষ উল্লাপাড়া থানায় জিডি করে। ওই জিডির সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে জেলার দেবিদ্বার উপজেলার কুড়াখাল এলাকায় ডিবি’র এসআই শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। চোরাইকৃত মালামাল বিক্রির সময় ২১০ বস্তা মাছ ও মুরগীর খাদ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুড়াখাল গ্রামের মোসলেহ উদ্দিনের পুত্র সালাউদ্দিন (২৫), শামছুল হক সরকারের পুত্র সাইফুল ইসলাম (৩০) ও মৃত আছমত আলীর পুত্র বাবুলকে (৩০) আটক করা হয়। ডিবি’র ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় দেবিদ্বার থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে ১৩০ বস্তা লেয়ার ফিড ও ৮০ বস্তা ফিস ফিডসহ ২১০ বস্তা ফিড রয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৫ লাখ টাকা। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।