এবিএম আতিকুর রহমান বাশার :–
কুমিল্লার মুরাদনগরে ‘হাতে- কলমে বিজ্ঞান শিক্ষা’ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার ‘বাঙ্গরা উমালোচন উচ্চবিদ্যালয়ে’ ‘ক্রিস এনার্জি বাংলাদেশ লিমিটেড’র অর্থায়নে কোম্পানীর সি,এস,আর কর্মসূচী’র আওতায় ৪দিন ব্যাপী ওই কর্মসূচীর সমাপণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ‘বাঙ্গরা উমালোচন উচ্চবিদ্যালয়ে’র সহকারী প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ক্রিস এনার্জি বাংলাদেশ লিমিটেড’র গণসংযোগ কর্মকর্তা এনায়েত মওলা খান, ইন্টিমেটস্ গ্লোবাল কোম্পানী লিমিটেড’র পরিচালক মোঃ ফারুক হোসেন, প্রশিক্ষণ ‘হাতে- কলমে বিজ্ঞান শিক্ষা’ প্রশিক্ষণ কর্মসূচীর প্রধান সমন্বয়কারী মোঃ রেজাউল করিম এবং উক্ত বিদ্যালয়’র শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটির উদ্বোধন করা হয় গত ১৩সেপ্টেম্বর, উদ্বোধন করেন ‘বাঙ্গরা উমালোচন উচ্চবিদ্যালয়ে’র প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।
এ কর্মসূচীতে বিদ্যালয়’র বিজ্ঞান বিভাগ’র মোঃ মোবারক হোসেন, তপন কুমার ভৌমিক, মিজানুর রহমান মীর, ফাতেমা বেগম, বিল্লাল হোসেনসহ ৫জন শিক্ষক/ শিক্ষিকা’র সাথে ওই বিদ্যালয়’র এক হাজার পাঁচশত শিক্ষার্থীও অংশগ্রহন করেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় ২৫টি পরীক্ষণ হাতে কলমে শিক্ষা দেয়া হয় এবয় পরবর্তীতে পরীক্ষণের সফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিল ইন্টিমেটস্ গ্লোবাল কোম্পানী লিমিটেড’। অনুষ্ঠানে আলোচকগণ ‘হাতে- কলমে বিজ্ঞান শিক্ষা’ প্রশিক্ষণ কর্মসূচী’র ভূয়ষী প্রশংসা করেন।