আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
উপজেলায় শিক্ষা কার্যক্রম থেকে বিদ্যালয় গমনোপযোগী ঝরে পড়া শিক্ষার্থী ও ওভারএজ শিশু (৮ থেকে ১২ বছর বয়সী শিশুদের ) এবং শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে ব্র্যাকের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা শিখা সমাজ কল্যান সংস্থার পরিচালনায় উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কর্মসূচীর ১৫টি বিদ্যালয়ে কর্মরত সুপারভাইজার ও শিক্ষিকাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার নাসিরনগর শিখার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শিখার নিবার্হী পরিচালক রেজিয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা রির্সোস কর্মর্কতা মোঃ শাহজাহান ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক নিলুফার ইয়াসমিন, সাংবাদিক আকতার হোসেন ভূইয়া। কর্মশালায় উপজেলার ১৫টি বিদ্যালয়ে কর্মরত সুপারভাইজার ও শিক্ষিকারা অংশগ্রহন করেন।