নাজমুল করিম ফারুক,তিতাস প্রতিনিধি :–
কুমিল্লার তিতাসে শশুরবাড়ীতে ইয়াবা বিক্রি করতে গিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার আটককৃত ৩ জনকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
তিতাস থানার এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীতে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে বাচ্চু মিয়ার মেয়ে হোমনা উপজেলার নিলুখী গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী পারুল বেগম (৩৫) ও মেয়ের স্বামী হোমনা উপজেলার নান্ডু মিয়া শিকদারের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) এবং একই উপজেলার শিবপুর গ্রামের অলি মিয়ার পুত্র রাজিব হোসেনকে (২০) কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তিতাস থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। আসামীদের মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।