আলমগীর হোসেন,দাউদকান্দি॥
দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক এস.এম দেলোয়ার হোসেন তাঁর প্রাণ প্রিয় ছাত্র-ছাত্রীদের ভালবাসায় সিক্ত। সেই ভালবাসার নিদর্শন স্বরুপ গাড়ী বোঝাই উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা জানায়। এস.এম দেলোয়ার হোসেন পর্যায়ক্রমে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক হিসেবে এ বিদ্যালয়ে দীর্ঘ ৪১ বছর শিক্ষকর্তা শেষে ১ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন। গত সোমবার বিদ্যালয়ে মুক্ত মঞ্চে তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করা হলে এতে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের ঢল নামে। লেপ-তোষক, খাট-পালং, ড্রেসিং টেবিল, চেয়ার-টেবিল, ফাইল কেবিন, মোবাইল ফোন সেট, ইলেকট্রনিক্স ও বই-পুস্তক সামগ্রী থেকে শুরু করে নিত্য ব্যবহার্য বহু দ্রব্র সামগ্রী দেওয়া হলে তিনি ট্রাক বোঝাই করে উপহার সামগ্রী নিয়ে যান। বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাশেম সরকার। বক্তব্য রাখেন দিপক সাহা, ম্যানেজিক কমিটির সদস্য ওমর ফারুক, আব্দুল ওয়াদুদ সরকার, কবির হোসেন, রায়পুর কে.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, শহিদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, দাউদকান্দি উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এম.এইচ. মোহন ও তিতাস প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মিয়াজী প্রমূখ।