কুবি প্রতিনিধি :–
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই সুবিধায় শিক্ষাথীদের সন্তোষ প্রকাশ। কুবির শিক্ষাথীরা গত ২০০৬ সাল থেকে ওয়াইফাই সুবিধা থেকে বঞ্চিত । কালের বিড়ম্বনায় ২০১৪সালে কুবির শিক্ষাথীরা ওয়াইফাই সুবিধা পেয়ে থাকে ।এক শিক্ষাথীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে পত্রিকা পড়ার জন্য প্রশাসনিক ভবনের পাচ তলায় উঠতাম এখন ওয়াইফাই সুবিধা থাকায় ক্লাসের ফাকে ক্লাসরুমের বারান্দায় বসে মোবাইলে ওয়াইফাই সংযোগ ব্যবহার করে পত্রিকা পড়তে পারি । তাছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে খ্যত ফেইসবুক ব্যবহার করার জন্য বিভিন্ন মোবাইল কোম্পানীর কাছ থেকে ইন্টারন্যট প্যাকেজ কিনতে হয় এখন ওয়াইফাই সুবিধা থাকায় ইন্টারন্যট প্যাকেজ কিনতে হয় না ।