আলমগীর হোসেন,দাউদকান্দি॥
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, ২০ দল এখন নাম সর্বস জোটে পরিনত হচ্ছে। জনগন বুঝে গেছে তাদের উদ্দেশ্য। জনগন এখন আর তাদের ফাঁদে পা দিবে না। তিনি বলেছেন জনগন চায় উন্নয়ন ও নিরাপত্তা। সরকার জনগনের উন্নয়নে কাজ করছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে। তিনি শনিবার মেঘনা উপজেলায় মৎস্য অবমুক্ত করন এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। মেঘনা উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামছুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, মৎস্য কর্মকর্তা সুজিত ভট্টচার্য্য প্রমূখ।