মো: মোশারররফ হোসেন মনির, মুরাদনগর :–
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি আধুনিক মুক্তমঞ্চ স্থাপনের লক্ষ্যে রবিবার উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মোশারফ হোসেন ।
এ সময় জেলা কালচারাল কর্মকর্তা বশির উদ্দিন আহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান ও সহকারী কমিশনার জাকির হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মুরাদনগর ডি. আর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন দীর্ঘদিন যাবত পরিত্যক্ত শহীদ স্মৃতি শিশু একাডেমির স্থানটি প্রাথমিক ভাবে নির্বাচন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আওতাধীন মুক্তমঞ্চটি আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা সম্বলিত ৫শ’ দর্শক একসাথে বসতে পারবে। এ ছাড়াও ৮টি ক্যাটাগরি বাদ্যযন্ত্রের প্রশিক্ষক থাকবে। এতে করে স্কুল-কলেজে পড়–য়া শিক্ষর্থীরা লেখা-পড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আরো বেগবান হবে।