সাধন সাহা জয়: নবীনগর প্রতিনিধি:—
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে গ্রামবাসির যাতায়তের সুবিধার লক্ষে সরকারি খাস জায়গার উপর দিয়ে রাস্তা নির্মানকে কেন্দ্র করে দু’পক্ষ চেয়ারম্যান সামসুল হক ও ডাঃ ছাইদুর রহমানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধেঁ যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে।
শুক্রবার এ ঘটনায় নবীনগর থানায় ডাঃ ছাইদুর রহমান বাদী হয়ে চেয়ারম্যানকে প্রধান আসামীসহ ৪২ জন ও অজ্ঞাত অরো ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
জনবহুল এ গ্রামে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নকল্পে সরকারি খাস জায়গার উপর দিয়ে গ্রামবাসি মাটি ফেলে রাস্তা নির্মানের উদ্যোগ নেয়। গ্রামের মূল সড়ক থেকে দক্ষিন পাড়া যেতে প্রায় ১০০ হাত লম্বা ও ৩০ ফুট পস্থে রাস্তা নির্মানাধীন এ রাস্তার উভয় পাশ দখল নিয়ে এ সংর্ঘের সুত্রপাত হয়।
এলাকাবাসির অভিযোগ চেয়ারম্যান এর লোকজন জোরপূর্বক গ্রামবাসির স্বার্থকে উপেক্ষা করে পুরো রাস্তার জায়গাটি দখল করতে চাইছে।
সংঘর্ষের খবর পেয়ে শিবপুর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । রাতেই গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে।
শিবপুর ফাঁড়ির ইনচার্জ এস আই- মোস্তফা বলেন, রাস্তা নির্মান নিয়ে এ সংঘষের্র পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।