লাকসাম প্রতিনিধি :–
কুমিল্লার লাকসাম উপজেলার চাঁনগাঁওয়ের মাদক সম্রাজ্ঞী ফিরোজার বড় মেয়ের জামাই মাদক ব্যবসায়ী আবুল হাশেমকে (৫৫) বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতে ২ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁনগাঁও গ্রামের মৃত সফর আলীর ছেলে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা হক এ দন্ডাদেশ দেন। বুধবার রাতে তাকে ১০ বোতল মদসহ লাকসাম রেলওয়ে জংশন থেকে আটক করে লাকসাম থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এসআই ফিরোজ আহম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকসহ ওই মাদক ব্যবসায়ী হাশেমকে জংশন এলাকা থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে ২ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।